পাট তুলতে গিয়ে সাপের দংশন, কৃষকের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/09/photo-1470794151.jpg)
প্রতীকী ছবি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার জুরগাঁও বেড়িবাঁধ এলাকায় ক্ষেতের পাট তুলতে গিয়ে সাপের দংশনে সোহেল মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিডিখান এলাকার মাথাভাঙ্গা গ্রামের মৃত বাহাউদ্দিন মোল্লার ছেলে।
নিহত সোহেলের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে পাট তুলতে গেলে সোহেলকে একটি সাপ দংশন করে। এ সময় সঙ্গে থাকা লোকজন তাঁকে বাড়িতে নিয়ে এলে গ্রাম্য এক ওঝা ঝাড়-ফুঁক করেন। কিন্তু ঝাড়-ফুঁকের ঘণ্টা খানেক পড়ে সোহেল নিস্তেজ হয়ে পড়েন। এরপর কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।