বালিয়াকান্দিতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা এবং জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সেলিম ফকীর (৪০) ও সুশীল মণ্ডল (৭০)।
সেলিম ফকীর জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামের আজিজ ফকীরের ছেলে এবং সুশীল মণ্ডলের বাড়ি জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামে।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বিকেল ৪টার দিকে নিজ ক্ষেতে কাজ করার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সুশীল মণ্ডল মারা যান।
অপরদিকে একই সময়ে সেলিম ফকীর বাড়ির কাছে বিলের পাশে নিজেদের ক্ষেতে পাট কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বজ্রপাতে এই দুই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।