লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফয়সাল (২৮) হত্যা মামলার আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে ফয়সালকে ইউনিয়নের বালাইশপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলার আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে বালাইশপুর গ্রামে ফয়সালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন সকালে নিহতের ভাবি রানী বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।