দুই ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
লক্ষ্মীপুরের দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিয়ার রহমানের পিটুনিতে দুই ছাত্র জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে শতাধিক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অভিযোগ করে।
আহত দশম শ্রেণির ছাত্র সুমন হোসেন ও জোবায়ের হোসেন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর আগে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে তাদের বেত্রাঘাত করা হয়। এ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ঘটনার সময় শ্রেণিকক্ষে অমনোযোগী হওয়ার কারণে প্রধান শিক্ষক অলিয়ার রহমান হঠাৎ বেত এনে সুমন হোসেন ও জোবায়ের হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। তাদের হাত, পিঠসহ শরীরে বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
তবে এ ব্যাপারে প্রধান শিক্ষক অলিয়ার রহমান কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ছাত্রদের অভিযোগটি পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।