অর্থসংস্থানের পরও সাবেক মেয়র উন্নয়ন করেননি : শাজাহান খান
অর্থসংস্থানের পরও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম উন্নয়ন কাজ করেননি বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এমনকি মন্ত্রী অনুরোধ করার পরেও মেয়র ট্রাক টার্মিনাল তৈরি করেননি বলে জানিয়েছেন তিনি।
আজ চট্টগ্রাম বন্দরের ১২৮ বছর পূর্তি অনুষ্ঠানে এসব অভিযোগ করেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘একদিন একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) মিটিংয়ে চট্টগ্রামের সিটি করপোরেশনের উন্নয়ন নিয়ে কথা উঠল। টাকা প্রয়োজন। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, চট্টগ্রাম বন্দরের বেশ কিছু টাকা পাওনা আছে সিটি করপোরেশনের। আপনি টাকাটা দিয়ে দেন।আমরা এখানে চেক হ্যান্ডওভার করলাম তৎকালীন মেয়র সাহেবের কাছে। আমি তাঁকে অনুরোধ করেছিলাম, চিটাগাং শহরে রাস্তার ওপরে ট্রাক থাকে, আপনি একটা ট্রাক টার্মিনাল তৈরি করেন।উনি ট্রাক টার্মিনালটা করলেন না।’
এ সময় চট্টগ্রাম বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর আগ্রহের কথা জানান শাজাহান খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নানা কর্মসূচি পালন করছে বন্দর কর্তৃপক্ষ। সকালে সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এরই মধ্যে মেগাপোর্ট ফ্যাসিলিটিসহ আনুষঙ্গিক কাজে আধুনিকতার ছোঁয়া লেগেছে।