অ্যাটকোর সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তি দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423136814.jpg)
এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি দর্শক ফোরাম ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
এনটিভির নাটোর প্রতিনিধি হালিম খানের সভাপতিত্বে মানববন্ধনে নাটোর প্রেসক্লাবের সভাপতি রণেন রায়, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনী, নজরুল ইসলাম, নবীউর রহমান পিপলু, জেলা টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি জুলফিকার হায়দার জোসেফসহ নাটোরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।