রো রো ফেরি বন্ধ, কাওরাকান্দিতে পণ্যবাহী ট্রাকের সারি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/23/photo-1471948079.jpg)
মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে পণ্যবাহী ট্রাকের সারি। ছবি : এনটিভি
কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথে বন্ধ রয়েছে রো রো ফেরি চলাচল। ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে অন্য ফেরিগুলো নদী পার হচ্ছে। এতে উভয় পারে পণ্যবাহী ট্রাকের লাইন পড়েছে।
আজ মঙ্গলবার পদ্মায় নাব্যতা সংকটের কারণে কর্তৃপক্ষ এ রুটের চারটি রো রো ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওরাকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, গত কয়েকদিনে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় এ নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে।
আবদুস সালাম জানান, অল্প ড্রাফটের চারটি কে টাইপ ও পাঁচটি ডাম্ব ফেরি ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে। পারাপারের সময়ও লাগছে প্রায় ৩০ মিনিট বেশি। ফলে উভয় ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে শ্রমিকরা ভোগান্তি পোহাচ্ছে।