নানাবাড়ি যাওয়ার পথে বাবার সঙ্গে লাশ হলো তৃষা

মা-বাবার সঙ্গে মোটরসাইকেলে চেপে মাগুরার শালিখা উপজেলার তালখড়িতে নানার বাড়িতে যাচ্ছিল ছয় বছরের শিশু তৃষা বিশ্বাস। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা সঞ্জয় বিশ্বাস (৩৫)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তৃষার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরার আড়পাড়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় বিশ্বাস জাগরণী চক্র ফাউন্ডেশনের কম্পিউটার অপারেটর হিসেবে নাভারনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কুলবাড়িয়া গ্রামে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৃষার মা তৃপ্তি রানী বিশ্বাস। তাঁকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আজ সকালে যশোরের নাভারন থেকে স্ত্রী তৃপ্তি ও মেয়ে তৃষাকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সঞ্জয় বিশ্বাস। আড়পাড়া কলেজের সামনে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান সঞ্জয়। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের বহনকারী মোটরসাইকেলটির। ঘটনাস্থলেই নিহত হন সঞ্জয়। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাঁর মেয়ে তৃষাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, সঞ্জয় ও তৃষার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।