মাদারীপুরে ট্রলার ডুবে নারী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/25/photo-1472146524.jpg)
মাদারীপুরের উকিলবাড়ী এলাকায় কুমার নদে যাত্রীবাহী ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। যাত্রীবাহী ট্রলারকে বিপরীত দিক থেকে আসা বড় ট্রলার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী ট্রলারে শতাধিক মানুষ ছিল বলে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় মাদারীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যার সময় মাদারীপুর লঞ্চঘাট আড়িয়াল খাঁ নদী থেকে একটি ট্রলারযোগে সদর উপজেলার কলাগাছিয়া রওনা দেয়। রাত ৮টার দিকে উকিলবাড়ী এলাকার কুমার নদ এলাকায় বিপরীত দিক থেকে আসা বড় ট্রলারটি যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে ৬০/৬৫ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও মাদারীপুর সদর থানা পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান সাংবাদিকদের জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিখোঁজ কতজন রয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।
মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ট্রলারডুবির ঘটনায় আহত অবস্থায় কলাগাছিয়া গ্রামের শুকাচান বালার স্ত্রী ভানু মতিবালা (৬০) মাদারীপুর সদর হাসপাতালে আনার পর মারা যান।
আহতদের কাছ থেকে জানা যায়, ননী বাড়ৈর (৫০), বিভা বিশ্বাসসহ (৪৫) ১০ জন নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া ভাগরত বাড়ৈ, অবলা, হৃদয় মণ্ডল, রেবা বিশ্বাস, সুমন মণ্ডল চিকিৎসা নিচ্ছেন।