২১ আগস্ট নিহতদের স্মরণে রাজবাড়ীতে আ. লীগের সভা
২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিহতদের স্মরণে রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ফরিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শিরিন রুখসানা, সোহেলী পারভীন রানু, নিলুফার বেগম, তানিয়া রহমান কংকন প্রমুখ।
বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। কুচক্রীদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই ওরা জঙ্গিবেশে গুপ্তহত্যা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে।
বক্তারা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর হাতকে আরো শক্তিশালী করার জন্য দেশের নারীসমাজের প্রতি আহ্বান জানান।