চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
আজ মঙ্গলবার সকালে নগরীর জামালখান এলাকায় চেরাগী পাহাড় মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।
আনন্দ মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এর আগে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মীর কাসেম আলীর নির্যাতনের শিকার সাইফুদ্দিনের স্ত্রী নূর জাহান, রাশেদ হাসান ও শরীফ চৌহান বক্তব্য দেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম