কিছু কিছু কেন্দ্রে কিছু ঘটনা হয়েছে : আনিসুল হক

নির্বাচিত হলে নগরবাসীর জন্য কাজ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। আজ মঙ্গলবার বিকেলে বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
‘কিছু কিছু কেন্দ্রে কিছু ঘটনা হয়েছে’ মন্তব্য করে আনিসুল হক বলেন, ‘এসব বেশি হয়েছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। এটা অনেকটা ভাইয়ে ভাইয়ে মারামারির মতো। কারণ, দেখা যায় বেশির ভাগ আসনেই আওয়ামী লীগ বা বিএনপির একাধিক প্রার্থী অংশ নিয়েছেন।’
বিএনপি সমর্থিত প্রার্থীসহ অন্য মেয়র প্রার্থীদের নির্বাচন বর্জন প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে আনিসুল হক বলেন, ‘নির্বাচিত হবার জন্যেই এত প্রচেষ্টা। কে নির্বাচন বয়কট করবেন, এটা তো আমার হাতে না। অনেক ভোটার দূর=দূরান্ত থেকে ভোট দিতে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি যদি নির্বাচিত হই চেষ্টা করব কাজ করার জন্যে।’
ভোট বর্জনের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দেখুন আমরা ১৬ জন ক্যান্ডিডেট নির্বাচন করেছি। এদের মধ্যে একজন মাত্র বর্জন করেছেন। আরেকজনের কথা শুনেছি তাও ৪টার পরে। এটা তেমন কোনো পারসেন্টেজ না।’
এ সময় এই মেয়র পদপ্রার্থী আরো বলেন, ‘সবার প্রতি সম্মান করেই বলি, সবার যার যার নিজস্ব অ্যাসেসমেন্ট ছাড়াও আরেকটি জিনিস থাকে সেটা হলো রাজনৈতিক কলাকৌশল। সুতরাং কে কী বলছে বা করছে তা আমার বোঝার বাইরে। এত কিছু আমি বুঝতেও চাই না।’
সংবাদ সম্মেলনের শেষে আগামী পাঁচ বছরের জন্য যিনিই নির্বাচিত হবেন তাঁকে সহায়তা করা হবে বলেও জানান আনিসুল হক।