আনিসুল-সালমানকে ট্রাইব্যুনালে হাজির
জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ দিয়ে মানুষ হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এসব আসামিদের বিরুদ্ধে এক মামলার অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আনিসুল হক ও সালমান এফ রহমান ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন। তাদের ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এই আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক