বান্দরবানে জেলা প্রশাসনে ডিজিটাল হাজিরা চালু
বান্দরবানে জেলা প্রশাসনে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরার জন্য জিজিটাল পদ্ধতি চালু হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রশাসন কার্যালয়ে বসানো মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্ধোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এ ছাড়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জঙ্গি-সন্ত্রাস নির্মূল, পর্যটন শিল্পের বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা হাকিম মুফিদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, এনডিসি এইচ এম আল মুজাহিদ, দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক মো. ওসমান গণি, মাসিক চিম্বুক সম্পাদক বাদশা মিয়া মাস্টার, জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম মনু, বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল আলম, প্রেস ইউনিটি বান্দরবান সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম সম্রাটসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য বিকাশে কাজ করা হচ্ছে। এ ছাড়া নতুন আরো কিছু দর্শনীয় স্থান খোঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।