রাজবাড়ীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ
রাজবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসাগুলো মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে এসব অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ, হাফেজ মাওলানা মোবারক হুসাইন, মাওলানা সাদেকুর রহমান, কারি আবু ইউসুফ, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল গফফার, মাওলানা আব্দুল্লাহ মুসা, মাওলানা মাসুম বিল্লাহ ও মাওলানা কামরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ‘ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা জঙ্গিবাদের পথ বেছে নিয়েছে তারা ইসলামের শত্রু।’
বক্তব্য শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।