রাজশাহীতে ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ১
রাজশাহী নগরের নওদাপাড়া সিটি বাইপাস সড়কে আজ বুধবার বালুবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান সবুজ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সবুজ নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।
শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে বালুবাহী একটি ট্রাক নগরীর নওদাপাড়া বাইপাস সড়ক দিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিল। কাশিয়াডাঙ্গা মোড় থেকে একটি পিকআপভ্যান আসবাব নিয়ে যাচ্ছিল নওগাঁর বিজয়পুরে। নওদাপাড়া ট্রাক টার্মিনালের কাছে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ট্রাক ও পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আসাদুজ্জামান সবুজ মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।