মীর কাসেমের ফাঁসি কার্যকরে চার জল্লাদ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করতে প্রস্তুত রয়েছেন চার জল্লাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের একটি সূত্র জানিয়েছে, চার জল্লাদের নেতৃত্ব দেবেন জল্লাদ শাহজাহান। তাঁর সঙ্গে থাকবেন দ্বীন ইসলাম, রিপন, শাহীন। এরা চারজনই কাশিমপুর কারাগারের বন্দি হওয়ায় ফাঁসি কার্যকর করতে আজ বাইরে থেকে কাউকে আনতে হয়নি।
এ দিকে ফাঁসি কার্যকরের প্রস্তুতি হিসেবে আজ শনিবার বিকেলে নির্মিত ফাঁসির মঞ্চে মহড়াও করেছেন চার জল্লাদ।
তবে কখন নাগাদ এই দণ্ড কার্যকর করা হবে সে প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশও দুপুরে এসে পৌঁছায় কারাগারে। বিকেলে তাঁর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরাও।