কারাগার এলাকায় রেড অ্যালার্ট, বিজিবি মোতায়েন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় আজ কার্যকর করার গুঞ্জনের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অতিরিক্ত জেলা হাকিম রাহিনুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল রোববার ভোট ৬টা পর্যন্ত কারাগার এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মোট চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।
এই মুহূর্তে কারাগারে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কারাগারে রেড অ্যালার্ট জারির অর্থ হলো চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। এ সময় কারাগারের সামনে বাইরের কেউ ঘোরাফেরা করতে পারবেন না। এ ছাড়া কোনো কারাকর্মী দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কারাগারের কর্মীরা সব বিষয়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকেন।
এর আগে সকাল থেকেই কারাগার ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
যেহেতু মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, তাই যে কোনো সময় কার্যকর করা হতে পারে জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড। আজ বিকেলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁর সঙ্গে দেখা করতে গেছেন পরিবারের সদস্যরা।
এছাড়া রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশও আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত রায় কার্যকরের সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানায়নি প্রশাসন।