মাদারীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/04/photo-1472989313.jpg)
মাদারীপুরের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
মাদারীপুরের রাজৈর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ।
স্থানীয়দের অভিযোগ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে শত্রুতাবশত একাধিক মিথ্যা মামলা দিয়েছে একটি পক্ষ। এসব মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার দুপুরে জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। এসবের কারণে বেশ কিছুসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মানবন্ধনের কারণে যানচলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হলে পুলিশ গিয়ে এলাকাবাসীকে সরিয়ে দেয় এবং যানচলাচল স্বাভাবিক করে।