বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/06/photo-1473164686.jpg)
বিদ্যুৎস্পৃষ্ট মিস্ত্রি আবদুর রাজ্জাককে চিকিৎসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি : এনটিভি
মাদারীপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজৈর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক খাঁ (৩৫)। তিনি একই এলাকার নরারকান্দি এলাকার বাসিন্দা।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুপুরে থানা রোডে রাজৈর থানার উপপরিদর্শক আবুল কালামের ভাড়া বাসায় আইপিএসের লাইনের কাজ করতে যান আবদুর রাজ্জাক। কাজ করার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।