ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। সকাল ৮টার দিকে কুমিল্লার আলীশ্বর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, লাকসাম রেলস্টেশন অতিক্রম করে কুমিল্লার আলীশ্বর এলাকায় ট্রেনটি পৌঁছালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনটি কুমিল্লা স্টেশনে এবং নাঙ্গলকোট রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনসহ চট্টগ্রাম থেকে ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
শাহাদাত হোসেন জানান, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের গিয়ে বিকেল ৪টার দিকে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।