ভ্যানে বসা নিয়ে শিশুর কান কাটা, ৪ দিন পর মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/08/photo-1473356539.jpg)
রিকশাভ্যানে বসেছিল পঞ্চম শ্রেণির ছাত্র রাতুল (১২)। ভ্যানের মালিক সিরাজ বাহাদুর রাতুলকে ভ্যান থেকে নামতে বলে। রাতুল নামতে চায়নি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাতুলকে দা দিয়ে কোপ দেয় সিরাজ। এতে কেটে যায় রাতুলের কান।
গত সোমবার মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। চারদিন পর আজ বৃহস্পতিবার মামলা নিয়েছে সদর থানা পুলিশ। ইউনিয়নের খামারবাড়ী মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক আছেন ভ্যানমালিক।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত সোমবার সকাল আটটার দিকে রাতুল ভ্যানের ওপর বসেছিল। ভ্যানের মালিক সিরাজ ভ্যানে বসতে বাধা দেয়। নামতে না চাওয়ায় সিরাজ কথা কাটাকাটির এক পর্যায় ঘর থেকে দা এনে রাতুলের মাথা ও কানের মাঝ বরাবর কোপ দেয়। এতে রাতুলের কান কেটে যায়। সদর হাসপাতালে নিয়ে আসলে কানে ৮টি সেলাই দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাতুলকে। রাতুল বর্তমানে অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আহত রাতুলের মা ফাহিমা বেগম বলেন, ‘আমার ছেলে সকালে ভ্যানে বসা ছিল। সিরাজ বাহাদুর দা দিয়ে রাতুলের মাথায় কোপ দেয়। আমার ছেলে এখন হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে। কিছুক্ষন পর পর বমি করছে। কানে আটটি সেলাই দিতে হয়েছে। শরিরের বিভিন্ন স্থানে পিটিয়েছে। আমার স্বামী বিদেশে থাকে তাই আমার পাশে কেউ নাই। আমি এর সঠিক বিচার চাই। চারদিন থানায় ঘুরে বৃহস্পতিবার পুলিশ মামলা নিয়েছে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, মামলার বাদীরা দেরি করায় মামলা নিতে দেরি হয়েছে।’