পানছড়িতে মদসহ নারী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/09/photo-1473438782.jpg)
ছবি : এনটিভি
খাগড়াছড়ি জেলার পানছড়ির উপজেলার সীমান্তবর্তী সাঁওতালপাড়া এলাকায় ফেনসিডিল ও ভারতীয় মদসহ এক চাকমা নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুউদ্দিন ভূইয়ার নেতৃত্বে সাঁওতালপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪০ বোতল ফেনসিডিল, ৩০ বোতল ভারতীয় মদ অফিসার্স চয়েজ ও ১০ তোলা ব্লু চয়েজ উদ্ধার হয়।
এ সময় সুখী চাকমা (৩৫) নামে এক নারীকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সুখী চাকমা মূলত একজন মাদক ব্যবসায়ী। আগেও তাঁকে কয়েক দফা গাঁজা ও ভারতীয় মদসহ আটক করা হয়েছিল। কিন্তু জামিনে বের হয়েই তিনি আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।