ঘর থেকে ডেকে নিয়ে যুবদলকর্মীকে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় লক্ষ্মীনারায়ণপুর গ্রামে যুবদল কর্মী সোহেলকে হত্যার পর পুলিশ আজ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। ছবি : এনটিভি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে যুবদলকর্মী রহমত উল্লাহ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
সোহেল লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে। তাঁর পেটে, মাথায় ও বুকে চার-পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
সোহেলের পরিবারের লোকজন জানায়, কয়েকদিন আগে সোহেল একটি মামলায় জেল থেকে মুক্তি পান। এরপর তাঁকে প্রায় সময় বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন আওয়ামী লীগের লোকজন। আজ সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫০ গজ দূরে গ্রামের সেতুভাঙ্গার কাছে চৌমুহনী-ফেনী সড়কের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। তাঁরা এ হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করেন।
হত্যাকাণ্ডের পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকার লোকজন সোহেলকে দেখতে বাড়িতে ভিড় করে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।