দেশে উন্নয়নের জোয়ার বইছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/01/photo-1430498903.jpg)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আগামীতেও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন শ্যামনগরে তিন দিনব্যাপী যুব জলবায়ু ক্যাম্প উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি শ্যামনগর উপজেলা সদরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন।
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুবসমাজকে সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত করার লক্ষ্যে আয়োজিত জলবায়ু ক্যাম্পে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কাশীমাড়ী ইউনিয়নের ৩১টি জলবায়ু সহনশীল কৃষক দল এবং ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন কলেজ ও মাদ্রাসা থেকে শতাধিক ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।
‘আমরাই পারি, আমরাই গড়ি’ স্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আর্থিক সহায়তায় শ্যামনগর সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলে এই ক্যাম্প বসেছে।
লিডার্সের সভাপতি অধ্যক্ষ বিধুস্রবা মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য এ কে ফজলুল হক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহসিনুল উল মুলক, জেলা যুব উন্নয়ন উপপরিচালক রমজান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন প্রমুখ।
দুর্যোগ মোকাবিলায় যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগপীড়িত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় দুর্যোগ আঘাত হানে বারবার। আইলা ও সিডর উপদ্রুত উপকূলীয় জনপদ সব সময়ই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় এখনই দরকার বহুমুখী উদ্যোগ। দেশের যুবসমাজ এই উদ্যোগে শামিল হয়ে প্রকৃতির সাথে লড়াইয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। তাদের পাশে দাঁড়িয়ে উপদ্রুত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তারাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বক্তারা ২০০৯ সালের এই মে মাসের ২৫ তারিখের ভয়াল দুর্যোগ আইলার বেদনাদায়ক স্মৃতি তুলে ধরে বলেন, এখনো তার ক্ষত শুকায়নি। আর এখনই প্রস্তুতির সময়।