কম্পিউটারে অশ্লীল ভিডিও রাখায় সাজা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/11/photo-1473607824.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কম্পিউটারে অশ্লীল ভিডিও রেখে বিভিন্ন মুঠোফোনে সরবরাহ করার দায়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ রোববার এ সাজা দেন।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, আজ নাইক্ষ্যংছড়ি বাজারে ছোটন দাশের (১৮) মুঠোফোনের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের কম্পিউটার জব্দ করা হয়। কম্পিউটারে অসংখ্য অশ্লীল ভিডিও ক্লিপস ও ছবি পাওয়া যায়। কম্পিউটারে অবৈধ বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও রেখে বিভিন্ন মোবাইলে লোড করে দেওয়ার অপরাধে ছোটন দাশকে সিনেমাটোগ্রাফ আইন, ১৯১৮-এর ৬ ধারার বিধানমতে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাফায়াত মুহম্মদ শাহেদুল ইসলাম।
ইউএনও শাহেদুল ইসলাম জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোবাইলের দোকানে ভিড় জমিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও নেওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোটন দাশ নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর কম্পিউটারে অশ্লীল ভিডিও পাওয়ায় যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা দিয়ে মুক্তি পান।