বান্দরবানে যুবককে জবাইয়ের চেষ্টা, আটক ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/15/photo-1473958308.jpg)
বান্দরবানের হলুদিয়ায় ন্যাচারাল পার্ক বিনোদনকেন্দ্রে মোহাম্মদ এমরান (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রক্তমাখা কাপড়সহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়ার বাসিন্দার রুবেল (২৯) এবং বাজালিয়া চান্দ্রেরপাড়ার বাসিন্দা শাহেদা আক্তার (২৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হলুদিয়া ন্যাচারাল পার্ক বিনোদনকেন্দ্রে চট্টগ্রামের সাতকানিয়া থেকে তিনজন বেড়াতে আসে। ভ্রমণের একপর্যায়ে সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রেমঘটিত কারণে বাকবিতণ্ডার পর এমরানকে গলা কেটে ও চুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। তিনি বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চান্দেরপাড়া এলাকার মো. শফির ছেলে।
খবর পেয়ে স্থানীয়রা যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আহত যুবককে গুরুতর অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।