‘দুর্নীতি দূর করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে’
দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, ‘স্বাধীনতা যেমনি একদিনে আসেনি, তেমনি দুর্নীতি দূর করাও একদিনে সম্ভব নয়। তাই দুর্নীতি দূর করতে হলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের হাজী আমজাদ আলী ওয়াকফ এস্টেট একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দূর করতে গণসচেতনতা সৃষ্টি করতে পারলে একদিন তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ মজিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাব্বির হোসেন, শিক্ষক নেতা হোসেন হায়দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।
এ আগে দুদক চেয়ারম্যান গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সভাপতি এবং পৌরসভার মেয়র আবু তাহের, দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যানের সহধর্মিণী ফিরোজা বেগম, সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া, টাউন হলের সহসভাপতি প্রদীপ কুমার পাল প্রমুখ। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।