চিকিৎসার অভাবে পিন্টু মারা গেছে : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, চিকিৎসার অভাবে নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু রাজশাহী কারাগারে মারা গেছেন।
urgentPhoto
খালেদা জিয়া বলেন, ‘পিন্টুকে সুচিকিৎসা দেওয়া হয়নি। জেলে রাখা হয়েছে অন্যায়ভাবে; মিথ্যা মামলা দিয়ে। জেলে অসুস্থ অবস্থায় তার যে চিকিৎসা পাওয়ার কথা, তা দেওয়া হয়নি।’
বিএনপি নেত্রী আরো বলেন, ‘আদালত যে আদেশ দিয়েছেন সে আদেশও তারা [সরকার] মানে না। অন্য সময় আদালতের আদেশ দেখায়। আর এখানে যে আদালত আদেশ দিয়েছে সে আদেশ তারা মানে না।’ তিনি আরো বলেন, ‘অসুস্থ মানুষকে ওরা [কারা কর্তৃপক্ষ] ডাক্তার দেখাতে দেয়নি। এদেরকে কি আপনারা মানুষ বলবেন?’
খালেদা জিয়া বলেন, ‘আজ দেশে কোনো সরকার নেই। যারা এখন ক্ষমতায় বসে আছে তারা জবরদখলকারী।’
আজ রোববার ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় খালেদা জিয়া এসব কথা বলেন।
এর আগে পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা দেন খালেদা জিয়া। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, উচ্চ আদালতের আদেশ অমান্য করে সুচিকিৎসা না দিয়ে বরং গুরুতর অসুস্থ অবস্থায় তাকে [নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু] গত ২৪ এপ্রিল ২০১৫ নারায়ণগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলেও দুই দিন কোনো চিকিৎসা না দিয়ে ২৬ এপ্রিল তাঁকে রাজশাহী কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা এবং সুচিকিৎসা দিতে ডাক্তারদের পরামর্শ উপেক্ষা করার কারণে তাঁর অকালমৃত্যু হয়েছে।’
কারা কর্তৃপক্ষের এমন অমানবিকতায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘পিন্টুর সুযোগ্য নেতৃত্বে ঢাকা বিভাগীয় বিএনপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছিল। এ ছাড়া তার নির্বাচনী এলাকার উন্নয়নে অবদানের কথা এলাকাবাসী কোনোদিনও ভুলে যাবে না।’