বান্দরবানে বাবা-ছেলে অপহরণ, মুক্তিপণ দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/18/photo-1474207105.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি থেকে বাবা-ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। এরপর তাঁদের মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। অপহৃত দুজনই দরিদ্র তামাক চাষি বলে জানা গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের হায়দারঝিরি এলাকা থেকে তিন তামাক চাষিকে রোববার ভোরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণের পর কৌশলে তামাক চাষি আব্দুল্লাহ পালিয়ে নাইক্ষ্যংছড়ি শহরে চলে এলে অপহরণের বিষয়টি জানাজানি হয়।
বাকি দুই অপহৃত হলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা আলী আহামদ (৬২) এবং তাঁর ছেলে আবুল কাশেম (২৭)। অপহরণের পর সন্ত্রাসীরা মোবাইল ফোনে অপহৃতদের পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।
অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা আবদুল্লাহ বলেন, পাহাড়দের কাছ থেকে জমি বর্গা নিয়ে জমিতে তামাক চাষ করেন তাঁরা। গতকাল ভোরে ৪ তামাক চাষি জমির পাশের জমিতে ঘুমাতে যান। ভোররাতের দিকে ছয়-সাত অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। সকালেই অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে চলে আসেন আবদুল্লাহ।
ঘটনার কথা জানিয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, দোছড়ি থেকে তিনজন তামাক চাষিকে অপহরণের খবর পেয়েছি। একজন পালিয়ে এলেও পিতা-পুত্র দুজনকে আটকে রেখেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। তবে মুক্তিপণের বিষয়টি পুলিশের জানা নেই বলে দাবি করেন তিনি।