কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423214430.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শাহাবউদ্দিন পাটোয়ারী। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে কুমিল্লার গোয়েন্দা পুলিশ কর্মকর্তা (ডিআই ওয়ান) মাহাবুবুর রহমান। শাহাবউদ্দিন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন বলে জানান তিনি।
তবে শাহাবউদ্দিনের বোন দাবি করেছেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তাঁর ভাইকে ধরে নিয়ে যায়। পরে থানায় খোঁজ নিয়ে তাঁকে আর পাননি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, শামুকসার নাভানা প্রজেক্টের সামনে অবস্থান নেওয়া ১০-১২ সন্ত্রাসী টহলরত পুলিশের গাড়ি দেখে আক্রমণ করে। এ সময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। এতে পুলিশ কনস্টেবল নূর হোসেন ও মহসিন আহত হন।
ওসি জানান, সন্ত্রাসীরা পালিয়ে গেলেও শাহাবউদ্দিন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি তাজা গুলি, দুটি কিরিচ ও দুটি কার্তুজের খোসা পাওয়া গেছে বলে তিনি জানান।