নলছিটিতে বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/05/photo-1430841962.jpg)
নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম জাফর খোকনের অপসারণের দাবি তুলেছে শিক্ষার্থীরা। এই দাবিতে আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে তারা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল হোসেন খান শিক্ষার্থীদের দিয়ে এই মানববন্ধন করিয়েছেন। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।
এই মানববন্ধনকে কাউন্সিলর জামাল হোসেন খানের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন গোলাম জাফর খোকন। আর গোলাম জাফর খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সভাপতি নির্বাচিত হওয়ার পাল্টা অভিযোগ এনেছেন জামাল হোসেন খান।
আজ মানববন্ধনে শিক্ষার্থীরা সভাপতি খোকনের বিরুদ্ধে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠে অবস্থান নেয়। অবিলম্বে খোকনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ থেকে অপসারণ না করা হলে টানা ক্লাস বর্জনসহ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, গোলাম জাফর খোকনের গ্রামের বাড়ি নলছিটির শংকরপাশা এলাকায় হলেও তিনি ঢাকায় বসবাস করেন। সেখানে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঁতাত করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নানা অনিয়ম করে যাচ্ছেন। তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় নিয়ন্ত্রণ করছেন। ভয়ে কেউ তাঁর বিরুদ্ধে কথা বলছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভি আবদুর রশিদ বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন খানকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে চাইছে। তাই তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শিক্ষাথীরা আমাদের কাছে এমনটাই জানিয়েছে।’
এ ব্যাপারে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল হোসেন খান বলেন, ‘গোলাম জাফর খোকন তাঁর অবৈধ আয়ের টাকা দিয়ে গোপনে বন্ধের দিন ১ মে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দেখিয়ে সভাপতি হয়েছেন। ওই পদে আমিও একজন প্রার্থী ছিলাম। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা আমাকে চাইলেও ষড়যন্ত্রের কারণে তাদের মনের ইচ্ছা পূরণ হয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে গোলাম জাফর খান বলেন, ‘আমার বিরুদ্ধে পৌর কাউন্সলর জামাল হোসেন খান ষড়যন্ত্র করছেন। আমি বিষয়টি শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর কাছে সমাধানের দাবি জানাচ্ছি।’