বিজিবির আপত্তিতে বিএসএফের স্থাপনা তৈরি বন্ধ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430913076.jpg)
বাংলাদেশের আপত্তির মুখে সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের নটিজঙ্গল এলাকায় নতুন ক্যাম্প স্থাপনের কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
কোনো ধরনের মাপজোক ছাড়াই ক্যাম্প নির্মাণের জন্য ইট, বালু, পাথর, লোহার রডসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী জড়ো করে বিএসএফ। বিষয়টি সম্পর্কে জানার পর গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধের আবেদন জানানো হয়।
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দর আলী খান জানান, বাংলাদেশের কুশখালি সীমান্তের বিপরীতে মেইন ১২ নম্বর পিলারের সাব-পিলার ২-এর কাছে ভারতের নটিজঙ্গল এলাকায় বিএসএফ এই ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়।
বিজিবির-৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি জানান, সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি সীমান্ত বিষয়ক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
সঠিক জরিপের পর কাজ করার জন্য জানানো হয়েছে তাদের। এর পর থেকে বিএসএফ কাজ বন্ধ রেখেছে বলে জানান মেজর নজির।