দাউদকান্দি উপজেলা নির্বাচন চলছে
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান জানান, ৯৫টি কেন্দ্রের ৬৫৩ টি বুথে এ নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৯ হাজার ২৪৯ জন। নারী ভোটার এক লাখ ১৮ হাজার ৮০৫ জন।
৯৫টি কেন্দ্রের মধ্যে মোটামুটি সব কেন্দ্রই ঝুঁকির মুখে বলে মনে করছে প্রশাসন। গতকাল শুক্রবার পর্যন্ত এ রকম ৩০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করেছে প্রশাসন। কারণ হিসেবে যোগাযোগ ব্যবস্থা নৌপথ ও ভাইস-চেয়ারম্যান পদে বেশি প্রার্থী থাকাকে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সেই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ভোটাররা ভোট প্রদানে শঙ্কিত।
দাউদকান্দি উপজেলা রির্টানিং অফিসার বিভোর কুমার বিশ্বাস জানান, সুষ্ঠু ভোটগ্রহণ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব। পাশাপাশি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদেরও নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হাসেম অভিযোগ করেন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মেজর মোহাম্মদ আলী সুমনের সমর্থক যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার সমর্থকদের মারধর করছে। এতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। নিরাপদে জনগণ ভোট দিতে পারবে কি না শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা চিন্তিত। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সমর্থিত তিনটি পদেই আমরা বিপুল ভোটে জয়লাভ করব।