দাউদকান্দির নির্বাচনও বর্জন করল বিএনপি
নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে দাউদকান্দি উপজেলা পরিষদের নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রার্থীর প্রধান নির্বাচনী প্রতিনিধি মাসুম রেজা মিন্টু।
সংবাদ সম্মেলনে মাসুম রেজা মিন্টু আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে একতরফা আনারস প্রতীকে ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ আনেন।
মিন্টু অভিযোগ করেন, নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। এ কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী জানান, যেকোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত তিনি।
উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞায় ঝুলে থাকা কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি পদেই বিএনপি সমর্থিত একক প্রার্থী রয়েছেন, বাকিরা সবাই আওয়ামী লীগ সমর্থিত।
মেজর (অব.) মোহাম্মদ আলী আনারস প্রতীকে এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
এর আগে ৩১ মার্চ দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমা চলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল আক্তার এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এবার উপজেলায় মোট দুই লাখ ৪০ হাজার ভোটার ৯৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। তবে দিনের শুরুতে ভোটারের উপস্থিতি সন্তোষজনক ছিল না।