টাকাবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423231665.jpg)
বরিশালের কাশিপুরে বাংলাদেশ ব্যাংকের টাকাবাহী মিনিবাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় কাশিপুর আনসার ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে পুলিশের পাহারায় একটি মিনিবাসে করে টাকা শরীয়তপুর হচ্ছিল। বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনিবাসে থাকা এক ব্যাংক কর্মকর্তা, মিনিবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্য, চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।
আহতদের কারোর অবস্থা গুরুতর নয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাহেদুজ্জামান।
দুর্ঘটনায় আহত বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার সহকারী ব্যবস্থাপক সত্যেন্দ্রনাথ রায় জানান, শরীয়তপুর সোনালী ব্যাংকের জন্য টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার শিকার হওয়ার পর টাকাবাহী বাসটি আবার ফিরিয়ে আনা হয়েছে।