অরাজকতা বন্ধ করলে সরকার আলোচনার কথা ভাবতে পারে : সৈয়দ আশরাফ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423244404.jpg)
বিএনপির সঙ্গে এ অবস্থায় কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে অরাজকতা বন্ধ করলেই কেবল আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘মানুষ মারবেন পুড়াইয়্যা, আমাদের সঙ্গে সোফাসেটে বসে আলোচনা করবেন, ইজ ইট পসিবল? ইজ নট পসিবল। এরা যদি বন্ধ করে অরাজকতা, তাহলে সরকার ভাবতে পারে যে তাদের সঙ্গে আলোচনা হবে। কিন্তু যখন তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তখন আলোচনার কোনো সুযোগ নাই।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, 'হরতাল-অবরোধে যারা মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব? তাদের সঙ্গে মানুষ পোড়া নিয়ে আলোচনা করব? না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা এসবের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের ছাড় দেওয়া হবে না।'