তিন দিনের প্রযুক্তি মেলা শুরু হচ্ছে ১৯ অক্টোবর
ডিজিটাল বাংলাদেশ ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যের প্রমাণ দিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা।
আজ রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানান, ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ শিরোনামে এই তথ্যপ্রযুক্তি মেলা চলবে ১৯, ২০ ও ২১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।
তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যের প্রমাণ এই মেলার মাধ্যমে দেওয়া হবে। মেলায় তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার, প্রদর্শনী, আলোচনা সভা, তথ্যপ্রযুক্তিসামগ্রী বিক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। এবারের মেলার ব্যয় ধরা হয়েছে নয় কোটি টাকা, যা বাংলাদেশ সরকার বহন করবে।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, মেলায় ছয় দেশের সাতজন মন্ত্রী অংশ নেবেন। এ ছাড়া মেলায় স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ারবিষয়ক সম্মেলন হবে, সফটওয়্যার শোকেসিং, ই-গর্ভন্যান্স এক্সপোজিশন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্ট আপ জোন ইত্যাদি থাকবে।
ডিজিটাল নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা সন্তোষজনক। তিনি জানান, ক্রমান্বয়ে দাপ্তরিক কাজে ই-ফাইল ব্যবস্থা চালু করা হচ্ছে। সরকারি কেনাকাটার টেন্ডারিংও অনলাইনে হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ একসময় স্বপ্ন ছিল, কিন্তু তা এখন বাস্তবে রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক