রাঙামাটিতে আগুনে ছাই ৩০০ স্থাপনা, প্রতিবন্ধীর মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/20/photo-1476962501.jpg)
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০০ দোকান ও বসতঘর পুড়ে গেছে। এ সময় এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের সুমল দে নামে এক ব্যবসায়ীর লেক-তোষকের দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম বলেন, ‘আগুনে প্রায় ৩০০ বসতঘর ও দোকান পুড়ে গেছে। এ সময় একটি ঘরে আটকে শিখা সাহা নামের এক প্রতিবন্ধী নারী মারা গেছেন। তিনি আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেননি। উপজেলায় কোনো ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় এত বড় বিপর্যয় ঠেকানো গেল না।’
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, রাঙামাটি জেলার অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র দূরছড়ি বাজার।
বাঘাইছড়িতে নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। এ কারণে পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সংকীর্ণ সড়কের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনকে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।