জঙ্গির পৃষ্ঠপোষকদের বিচারে নতুন আইনের দাবি তথ্যমন্ত্রীর
দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করতে জঙ্গি দমন করতে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পাশাপাশি যারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিচারের মুখোমুখি করতে নতুন আইন তৈরির দাবি জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভায় এ দাবি জানান হাসানুল হক ইনু।
এ সময় হাসানুল হক ইনু বলেন, যারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছে, বিদেশিদের দালালি করছে তাদের বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় জানাতে হবে। এ জন্য জনগণের ঐকমত্য গঠন করার তাগিদ দেন তিনি।
সভায় জাসদ নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি তাদের বিভিন্ন অঙ্গ-সংগঠন, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের টুপি পরা জঙ্গি সঙ্গী এবং জঙ্গির পৃষ্ঠপোষকদের বাংলাদেশের রাজনীতিতে পুষে রাখার প্রশ্নই ওঠে না এবং জায়গাও নেই। তাই আমরা মনে করি তাদের বর্জন করা দরকার এবং তাদের বিচারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করা দরকার।’

নিজস্ব প্রতিবেদক