সন্তান বিক্রি করা সেই মা পেলেন সরকারি জমি
জামালপুরে অভাবের তাড়নায় নিজের শিশু সন্তানকে বিক্রি করে দেওয়া সেই অভাবী মাকে জমি দিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান অভাবী মা রেবী খাতুনের হাতে এক খণ্ড জমির দলিল তুলে দেন।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অভাবী মা রেবী খাতুনের হাতে জমির দলিল, কাপড় ও এক বস্তা খাবার চাল তুলে দেন তিনি। রেবী খাতুন জামালপুরের সীমানা ঘেঁষা কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বারবান্ধা গ্রামের দিনমজুর গোলাম মোস্তফার স্ত্রী।
দিনমজুর গোলাম মোস্তফা ও রেবী খাতুনের দুই সন্তানের পর জন্ম নেয় শিশু বন্যা। অভাবী এই দম্পতির খেয়ে না খেয়ে দিন কাটলেও ছিল না থাকার কোনো ঠাঁই। এই অবস্থায় গোলাম মোস্তফার স্ত্রী রেবী খাতুন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের পানফুল বেওয়ার কাছে তাঁর ২২ দিন বয়সী দুধের শিশু বন্যাকে ৩৫ হাজার টাকায় বিক্রি করে দেন। জানা যায়, শিশু বিক্রির এই টাকা দিয়ে রেবী খাতুন অন্যের জমিতে ঘর তোলার চেষ্টা করছিলেন।
এদিকে শিশু বিক্রির এই খবরটি গত ২ সেপ্টেম্বর গণমাধ্যমে এলে ওইদিন রাতেই জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান রেবী খাতুনের গ্রামে যান। পরে পানফুল বেওয়াকে প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা ফেরত দিয়ে শিশু বন্যাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
ওই সময় প্রশাসনের পক্ষ থেকে শিশুর পরিবারকে নগদ ১০ হাজার টাকা সাহায্য দেওয়া ছাড়াও প্রতি মাসে এক বস্তা করে খাবার চাল দেওয়ার ঘোষণাও দেন তিনি।
গতকাল রোববার এই অভাবী পরিবারটির হাতে ৬ শতাংশ জমির দলিল তুলে দেন। জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, অত্যন্ত অভাবী এই পরিবারটিকে ঘর তৈরি করে দেওয়ার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী ৫০ হাজার টাকা নগদ অনুদান দিয়েছেন। খুব তাড়াতাড়িই এই জমিতে মাটি কেটে থাকার ঘর তৈরি করে দেওয়া হবে।
এদিকে জমি আর সন্তানকে পেয়ে ভীষণ খুশি রেবী খাতুন। প্রতিবেদককে তিনি জানান, অনেক কষ্টে অভাবে পড়ে সন্তানকে বিক্রি করে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ডিসি সাহেব আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাকে জমিও দিয়েছেন। আমি খুব খুশি।’
এদিকে জমির দলিল হস্তান্তরের সময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, দৈনিক আজকের জামালপুর সম্পাদক এম. এ জলিল, কালেরকণ্ঠের রৌমারী উপজেলা প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শুভ্র মেহেদী,বাংলা ট্রিবিউন প্রতিনিধি বিশ্বজিৎ দেব, দৈনিক জামালপুর দিনকালের সম্পাদক সাঈদ পারভেজ তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শফিক জামান, জামালপুর