শিবচরে ইলিশ জব্দ, ৯ জেলেকে জেল-জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/25/photo-1477414786.jpg)
মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে সোমবার রাতভর অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়জন জেলেকে আটক করে আটজনকে সাতদিন করে কারাদণ্ডাদেশ ও এক জেলেকে জরিমানা করা হয়। পাঁচ হাজার মিটার জাল ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশ মাছ রক্ষায় শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতভর পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ইলিশ মাছ ধরার অপরাধে পাঁচটি মাছ ধরার নৌকা থেকে নয়জন জেলেকে আটক করা হয়। জেলে আলমগীর তালুকদার (৪৫), মান্নান হাওলাদার (৪৫), চান মিয়া (২৩), দুদু মিয়া (২২), ইদ্রিস হাওলাদার (৩৫), মালেক বেপারী (৩৫), দেলোয়ার শেখ (২৩), আনোয়ার হাওলাদারসহ (২৫) আটজনকে সাতদিন করে কারাদণ্ড এবং রাসেল হাওলাদারকে (১৯) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রায় পাঁচ হাজার মিটার জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং প্রায় ৩০ কেজি মা ও জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানের সময় শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, শিবচর থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।