সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০
সাতক্ষীরায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা ও বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, সাতক্ষীরা সদরে ৩৮, তালায় সাত, দেবহাটায় ছয়, কলারোয়া, কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি থানা থেকে চারজন করে এবং পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এঁদের মধ্যে চার জামায়াতকর্মীসহ ১৯ জনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন। আদালত তাঁদের সাতদিন থেকে তিন মাস পর্যন্ত সাজা দিয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে চুরি, ছিনতাই, উত্ত্যক্তকারী ও অবৈধভাবে সীমান্ত পারাপারসহ অন্যান্য মামলার আসামিও রয়েছেন বলে জানান ওসি।