চাঁদপুরে কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড

চাঁদপুরে আজ বৃহস্পতিবার সকালে সাড়ে চার কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড। ছবি : এনটিভি
চাঁদপুরে চার কোটি ৬৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়েছে কোস্টগার্ড। গতকাল বুধবার দিবাগত রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বরিশালগামী এমভি আওলাদ-৪ লঞ্চ থেকে চার লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য চার কোটি ৬৮ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুরের চৌধুরীঘাট এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়।