পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, পাহাড়ের মানুষ শান্তি চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি চায়। বান্দরবানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে।
আজ শনিবার দুপুরে বান্দরবানে প্রতিমন্ত্রীর বাসভবনে রোয়াংছড়ি আওয়ামী লীগের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
সভায় রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমার সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, রোয়াংছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যাসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, সব ক্ষমতার অধিকারী জনগণ। বন্দুকের নলের ভয় দেখিয়ে বীর বাহাদুরকে হটানো যাবে না। অস্ত্রবাজ সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে জোরালে অভিযান চালানোর দাবি জানান বীর বাহাদুর।