খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/30/photo-1477843983.jpg)
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে আজ রোববার সকাল-সন্ধ্যা এই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকে সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরসহ নয়টি উপজেলার প্রধান প্রধান সড়কে অবরোধের সমর্থনে পিকেটিং করে। ফলে জেলায় আভ্যন্তরীণ ও আন্তসড়কে কোনো যানবাহন চলাচল করেনি।
এ দিকে ভোরে সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের গেইট এলাকায় রাস্তায় টায়ার জ্বালায় এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কয়ার প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলার জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, ‘বাঙালিদের অস্তিত্ব রক্ষার ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যে রাঙামাটিতে দ্বিতীয়বারের মতো বৈঠক করে তামাশা সৃষ্টি করেছেন। এ কমিশনের প্রতি বাঙালিদের কোনো আস্থা নেই, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন সংশোধনী আনায় পার্বত্য বাঙালিরা কমিশনের সব কার্যক্রমকে অবাঞ্ছিত ঘোষণা করে। বাঙালিদের ধারাবাহিক আন্দোলন চলাবস্থায় এ ধরনের বিতর্কিত বৈঠক পার্বত্যাঞ্চলে জাতিগত সংঘাতকে উসকে দেওয়াই সন্তু লারমাদের একটি অপকৌশল।’
অবরোধ আহ্বানকারী বাঙালিদের পাঁচটি সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া জানান, ‘এক তরফা ভূমি কমিশন কার্যক্রম বাস্তাবায়ন না করে সরকার যদি বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ দিয়ে সমঅধিকারের ভিত্তিতে নতুন কমিশন গঠন করে তবে সব সম্প্রদায় লাভবান হতো। নচেৎ বাঙালিদের ভূমি পাহাড়িদের দিয়ে দেওয়ার জন্য এ কমিশন কাজ করবে। বাঙালিরা এটা কখনোই মেনে নিবে না।’