চাঁদপুরে চারটিতে আ.লীগ, দুটিতে বিএনপি জয়ী

চাঁদপুরের তিন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চারজন চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। বাকি দুটি ইউনিয়নে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
গতকাল সোমবার চাঁদপুরের এই ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটিতে পূর্ণাঙ্গ ও পাঁচটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণাঙ্গ নির্বাচন হয়েছে চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে। ভোটগণনা শেষে দেখা যায়, এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম মিয়াজী নয় হাজার ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া একই উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন রণি পাটওয়ারী চার হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খানজাহান আলী কালু সাত হাজার ৬৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে তিন হাজার ৯৩০ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী।
যে দুটি ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, সেগুলো হলো ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন ও শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন। এর মধ্যে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে জয় পেয়েছেন বাছির আহাম্মদ। তাঁর মোট ভোট চার হাজার ১১৪। রায়শ্রী উত্তর ইউনিয়নে জয়ী হয়েছেন সেলিম পাটওয়ারী। তাঁর প্রাপ্ত ভোট চার হাজার ৪৭৯।