কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট
কুমিল্লা জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার কুমিল্লা সেনানিবাস থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত এ যানজট বিস্তৃত হয়েছে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৮টার দিকে চান্দিনার বড় গোবিন্দপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এরপরই এ যানজটের সৃষ্টি হয়।
ঢাকাগামী আল বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সহকারী আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, যানজটের কারণে কুমিল্লার সেনানিবাস এলাকা থেকে চান্দিনা পর্যন্ত ১৫ কিলোমিটার পথ আসতে তিন ঘণ্টা সময় লেগেছে।
পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং তা থেমে থেমে চলাচল করায় দুপুর পর্যন্ত স্বাভাবিক হয়নি মহাসড়ক।