ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/03/photo-1478181107.jpg)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পরিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো একসময় রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আনন্দ বিশ্বাসের বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের মা মনসাসহ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে রেখে যায়।
আনন্দ বিশ্বাস বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজন ঘুমাতে যায়। এর পর রাতের কোনো একসময় কে বা কারা মন্দিরে ঢুকে মনসাসহ কয়েকটি প্রতিমা ভেঙে ফেলে। সকালে উঠে তারা এসব প্রতিমা ভাঙা দেখতে পাW।
খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক মিলন, ইউপি সদস্য ইলিয়াছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডহরনগর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। অতি দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে। লিখিত অভিযোগ না দেওয়ায় এখনো কোনো মামলা হয়নি।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।