নিজ উদ্যোগে ময়লা পরিষ্কার না করলে ব্যবস্থা
চট্টগ্রাম মহানগরের যার যার বাসা ও দোকানের সামনের ময়লা নিজ উদ্যোগে পরিষ্কার না করলে ১ জুন থেকে তাঁদের বিরুদ্ধে মামলার করার ঘোষণা দিয়েছে পুলিশ। আজ শনিবার চট্টগ্রাম মহানগরের পুলিশ কমিশনার (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল নগরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় এই ঘোষণা দেন।
সিএমপি কমিশনার চট্টগ্রাম মহানগরীকে ময়লা-আবর্জনামুক্ত করতে সিটি করপোরেশনের সাথে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন।
এ কর্মসূচি বাস্তবায়নে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আজ শনিবার সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় সিএমপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মেয়র। এ সময় নগরীর রাস্তাঘাট, নালা-নর্দমা ময়লা-আবর্জনামুক্ত রাখতে নগরবাসীকে আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, ‘এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি...ছয় মাস সময় দেব, ছয় মাস পরে আইন তার নিজের ভাষায় কথা বলবে। এই শহরকে সুন্দর করা এইটা আমার নৈতিক দায়িত্ব এবং অবশ্যই আমি ৬০ লক্ষ মানুষের স্বার্থে এই দায়িত্বটা আমি একেবারে সততার সাথে পালন করব।’ এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করাসহ নগরীর সৌন্দর্যহানি হয় এমন বৈধ বিলবোর্ডও সরিয়ে ফেলা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া নগরীর পরিচ্ছন্নতায় আগামী ১ জুন থেকে আইনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল। তিনি বলেন, ‘এই কার্যক্রমের আজকে শুরু করছি এবং এরপরে ১৫ দিন আমি নগরবাসীকে সুযোগ দিচ্ছি যে নগরবাসী তাদের বাসার সামনের, দোকানের সামনের যে ময়লাগুলো এগুলো যদি নিজ উদ্যোগে পরিষ্কার না করেন, তাহলে ১৫ দিন পর পহেলা জুন থেকে আমাদের সিএমপির আইনের ক্ষমতাবলেই আমরা তাদের বিরুদ্ধে মামলা দেব।’